Saturday, 28 July 2018

ছাতকে ষষ্ঠ শ্রেনীর ছাত্রী নিখোঁজ_অপেক্ষার প্রহর গুনছে পরিবার।


ডেস্ক নিউজ: ছাতকে সাইদা জান্নাত অনিয়া(১২) নামের এক স্কুল ছাত্রী 3 দিন ধরে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। সাইদা জান্নাত অনিয়া উপজেলার উত্তর খুরমা  ইউনিয়নের আমেরতল গ্রামের হাফিজ হারুন অর রশিদের কন্যা ও ছাতক শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। নিখোঁজ অনিয়ার পরিবার বর্তমানে শহরের ক্লাব রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছে। এ ব্যাপারে নিখোঁজ অনিয়ার মা লছনু বেগম চৌধুরী বৃহস্পতিবার রাতে ছাতক থানায় একটি জিডি(নং-১১১৬)এ ন্ট্রি করেছেন। জিডি সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার শহরের বাসা থেকে বিদ্যালয়ে যায় অনিয়া। বিদ্যালয় ছুটি হলে সে আর বাসায় ফিরেনি। পরিবারের লোকজন বিদ্যালয়ে গিয়ে তার হাজিরা নিশ্চিত জেনে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজিসহ শহরে মাইকিং করেও তার কোন সন্ধান পায়নি। অনিয়ার পরিবার তার ফিরে আসার (মোবাঃ ০১৭২৭-৫২১২৫৩) অপেক্ষার প্রহর গুনছে।

No comments:

Post a Comment

জকিগঞ্জ অনলাইন নিউজ

ভয়ংকর নারী প্রতারক জাহেদা আক্তার পপি আটক

স্টাফ রিপোর্টারঃ   জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের বাদেজমা গ্রাম থেকে স্থানীয়রা এক ভয়ংকর নারী প্রতারককে আটক করে মঙ্গলবার পুলিশের কাছে সোপর্দ ক...