Saturday, 18 August 2018

সেনা সদস্যর সাথে হাতাহাতি _ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টারঃ  ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) তাকে প্রত্যাহার করে ভোলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ভোলার পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। জানা যায়, দক্ষিণ আইচা থানার ওসি হাবিবুর রহমান ঘুষ-দুর্নীতিসহ নানা অনিয়মের কারণে এলাকায় বির্তকিত হয়ে পড়েন। সর্বশেষ গত বুধবার তার সঙ্গে এক নৌ-সদস্যের হাতাহাতির ঘটনা ঘটে।এর পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়াটারের অনুমতিক্রমে ওই ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তের নির্দেশ দেন। এ প্রসঙ্গে অভিযুক্ত ওসি হাবিবুর রহমান কিছু জানেন না দাবি করে বলেন, ‘বিষয়টি এসপি জানেন। চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বলেন, ‘দক্ষিণ আইচা থানার ওসি হাবিবুর রহমানকে প্রশাসনিক কারণে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। সংগত কারণে ওই থানার পরিদর্শক (তদন্ত) এমাদুল করিম তার দায়িত্ব পালন করবেন।’

No comments:

Post a Comment

জকিগঞ্জ অনলাইন নিউজ

ভয়ংকর নারী প্রতারক জাহেদা আক্তার পপি আটক

স্টাফ রিপোর্টারঃ   জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের বাদেজমা গ্রাম থেকে স্থানীয়রা এক ভয়ংকর নারী প্রতারককে আটক করে মঙ্গলবার পুলিশের কাছে সোপর্দ ক...