Monday, 20 August 2018

কুরবানী_আবু নাসের সিদ্দিক তুহিন

কুরবানী 
উল্টো টাকায় কুরবানী হয়
জগৎ জুড়ে সব খানে,
আসল নিয়ম কেউ মানে না
সবাই কেমন,সব জানে। 

ঘুষখোর আর চোরবাটপার
কিনতে গরুর হাটে,
ঈদের আগে বিল চাই যে
উপরি কামাই মাঠে। 

হাতির মতো লাগবে গরু
গরুর মতো ছাগল,
আমজনতা দেখেই যাবে
ভাববে তারা পাগল। 

বিলিয়ে দেবে,টাকার খনি
লুংগি,কাপড়, গোস্ত, 
দেখে শুনে আমরা পাগল
সরকারো অভ্যোস্ত। 

সবার আগে তারি পিছে
ছুটছে সবাই দেখো,
আমি তুমি সবাই মিলে
ওদের কথা লেখো। 

ওদের দেয়া কোরবানী তো
হয় না নিয়ম শুদ্ধ, 
আমরা মানুষ ওদের ধরা
সেজেই থাকি বুদ্ধ।।

No comments:

Post a Comment

জকিগঞ্জ অনলাইন নিউজ

ভয়ংকর নারী প্রতারক জাহেদা আক্তার পপি আটক

স্টাফ রিপোর্টারঃ   জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের বাদেজমা গ্রাম থেকে স্থানীয়রা এক ভয়ংকর নারী প্রতারককে আটক করে মঙ্গলবার পুলিশের কাছে সোপর্দ ক...