Monday, 20 August 2018

এমন মানুষ যারা_সৈয়দ আছলাম হোসেন


এমন মানুষ যারা
চোখের জলে আরশ ভিজে 
এমন মানুষ যারা , 
পরকালে হাসর মাঠে 
হাজির হবেন তারা ।

অভাবীদের অভাব দেখে 
দূরে সরে দিলে , 
পরকালে পাপের হিসেব 
সবই যাবে মিলে ।

সর্ব জীবের মালিক যিনি 
ভাল মন্দ বুঝেন , 
আমল নামার হিসেব তিনি  
পরকালে খুজেন ।

খোদার দেয়া ভুবন জুড়ে 
পরীক্ষার ই খাতায় , 
পরকালের চিন্তা সবার 
থাকে যেন মাথায় ।

No comments:

Post a Comment

জকিগঞ্জ অনলাইন নিউজ

ভয়ংকর নারী প্রতারক জাহেদা আক্তার পপি আটক

স্টাফ রিপোর্টারঃ   জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের বাদেজমা গ্রাম থেকে স্থানীয়রা এক ভয়ংকর নারী প্রতারককে আটক করে মঙ্গলবার পুলিশের কাছে সোপর্দ ক...