এমন মানুষ যারা
চোখের জলে আরশ ভিজে
এমন মানুষ যারা ,
পরকালে হাসর মাঠে
হাজির হবেন তারা ।
অভাবীদের অভাব দেখে
দূরে সরে দিলে ,
পরকালে পাপের হিসেব
সবই যাবে মিলে ।
সর্ব জীবের মালিক যিনি
ভাল মন্দ বুঝেন ,
আমল নামার হিসেব তিনি
পরকালে খুজেন ।
খোদার দেয়া ভুবন জুড়ে
পরীক্ষার ই খাতায় ,
পরকালের চিন্তা সবার
থাকে যেন মাথায় ।
No comments:
Post a Comment