Thursday, 2 August 2018

তবু ও ঈদ আসবে_ নাসরিন নাজ

একটি সন্তানের জীবনে বাবা ও মা দুজনেরি ভূমিকা সমান। দুজনের একজন ও জীবন থেকে হারিয়ে গেলে জীবনটা রসহীন, ছন্দহীন হয়ে যায়। বাবা মার অতি কাঙ্খিত ও আদরের রাজপুত্র ছিল আকাশ। আকাশের বয়স তখন আট বছর। কোন এক বিকেলে মার সাথে সুয়ে গল্প করছে আকাশ।
  মা আর পনের দিন পর ঈদ, পাশের বাড়ির সব বন্ধুদের কেনাকাটা হয়েছে আর আমার এখনো কোন কিছু কেননি। বাবা আসলে বলিয় আমি রাগ করেছি। মা বললেন ঠিক আছে আজই তোর বাবা আসুক বলব আমার আকাশ বাবুর মন খারাপ করেছে।
কিছুক্ষন পর আকাশের বাবা বাড়িতে আসলেন। আকাশের মা  বললেন আমাদের আকাশ বাবু রাগ করেছে তোমার সাথে কথা বলবেনা। ওর সব বন্ধুরা ঈদের জামা কিনেছে অথচ আকাশ বাবুর কেনা হলনা। আকাশের বাবা একথা শুনামাত্র আকাশকে কোলে তুলে আদর করে বললেন আমি যে ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম বাবা তাই তোমাকে নিয়ে যাইনি। চল এখনি যাব। এই বলে মা ছেলেকে রেডি হতে বললেন। কিছুক্ষনের মধ্যে তারা রেডি হয়ে কেনাকাটা করতে মার্কেটে গেল। আকাশের ৩ টা জামা ও দু জোড়া জুতা,সেন্ডেল, ঘড়ি, চশমা সব কেনা হল।আকাশ ফুচকা পছন্দ করে। কেনা কাটা শেষে খুব মজা করে ফুচকা খেয়ে তারা বাড়ি ফিরে। আকাশ বাবার দুগালে চুমো দিয়ে বলে বাবা তুমি খুব ভাল। বাবা ও আকাশকে আদর দিয়ে বলেন তুমি যে আমার কলিজার টুকরা। একমাত্র বুকের ধন।
 ঈদের মাত্র তিনদিন বাকি। ঈদের সব বাজারো করলেন আকাশের বাবা। নিজের ও স্ত্রীর কাপড় ও কিনলেন। কিন্তু কে জানে নিয়তির লিলা খেলা!  ঈদের দু দিন আগে হঠাৎ ঘুমন্ত অবস্হায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন আকাশের বাবা। চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল আকাশের বাবার সকল ব্যস্ততা। উড়ে গেল আকাশদের সে আনন্দ গৃহের ছাউনি কোন এক কাল বৈশাখি ঝড়ে। তছনছ হয়ে গেল আকাশের ঈদ আনন্দ। পড়ে রইল জামা কাপড় ও বাজার নিজের জায়গায়। দুদিন পর এলো ঈদ। ঈদের দিন সকালে মা ঘুম থেকে উঠে লুকিয়ে লুকিয়ে কাঁদছেন। আকাশকে বুঝতে দিচ্ছেন না। কিন্তু আকাশ তার মায়ের এ কষ্টকে খুব বুঝতে পারছে সেও মা ভেঙে পড়বে বলে নিজেকে শক্ত করে রেখেছে। মা আকাশকে গোসল করায়ে নতুন কাপড় পড়ার জন্য রুমে নিয়ে আসেন। আকাশ কাপড় দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেনি। চিৎকার দিয়ে আকাশ মাকে জড়িয়ে কেঁদে উঠল আর বলতে লাগল, মাগো মা আমি আর কোনদিন বাবার কাছে নতুন জামা চেয়ে রাগ করব না। আমার নতুন জামা লাগবেনা আমি আমার বাবাকে চাই। আমার বাবাকে এনে দাও। মা ছেলের এমন কাঁন্নায় একাকার হয়ে শুধু কাঁদতে লাগলেন। আকাশের কান্না আর কথা শুনে তার মার বুক ফেটে চৌচির হয়ে যায়। কিছুতেই আকাশকে থামানো যাচ্ছেনা। এটায় নিয়তী। ঈদ মানে আনন্দ। কিন্তু অনেকের ঈদ এমনি হয়। কারো জন্য ঈদ থেমে থাকবেনা। তবুও ঈদ আসবেই।

No comments:

Post a Comment

জকিগঞ্জ অনলাইন নিউজ

ভয়ংকর নারী প্রতারক জাহেদা আক্তার পপি আটক

স্টাফ রিপোর্টারঃ   জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের বাদেজমা গ্রাম থেকে স্থানীয়রা এক ভয়ংকর নারী প্রতারককে আটক করে মঙ্গলবার পুলিশের কাছে সোপর্দ ক...