নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কূরুচিপূর্ণ স্ট্যাটাস ও মন্তব্যের অভিযোগে তাজপুর ডিগ্রি কলেজের প্রভাষক সৈয়দ রোমান আলীকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় রোববার দুপুরে ছাত্রলীগ নেতা ইমরান আহমদ বাদী হয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত শিক্ষক ওসমানীনগরের উমরপুর ইউপির সৈয়দ মান্দারুকা গ্রামের সৈয়দ আতর আলীর পুত্র।
জানা যায়, গত ১৫ আগস্টসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিনে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক সৈয়দ রোমান আলী তার নিজস্ব ফেইসবুক আইডিতে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলের বিশেষ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক কূরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। ছাত্রলীগ সম্পর্কেও কূরুচিকর মন্তব্য রয়েছে তার। এসব ঘটনায় গত কদিন ধরে ওসমানীনগরের জনমনে ক্ষোভ বিরাজ করলে তিনি পোস্ট ডিলিট করে বিষয়টি অস্বীকার করেন। আত্মপক্ষ সমর্থনে রোববার দিবাগত রাতে সৈয়দ রোমান আলী তার ফেইসবুক একাউন্টটি ডি-এ্যক্টিভ করেন।
এদিকে সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা তাজপুর ডিগ্রি কলেজের সমবেত হলে কলেজ অধ্যক্ষ সৈয়দ রোমান আলীকে সাময়িক বহিস্কার ও এ সংক্রান্ত তদন্ত কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, কাতার আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কাতার শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এসএম সোহেল, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, ছাত্রলীগ নেতা সালেহ আহমদ, সোলেমান খান, শিমুর আলী, নবেদ আলী সেলিম, ফখর উদ্দিন, রাসেল আহমেদ, সুনীল বৈদ্য, রুবেল আহমদ, মোজাহিদ আলী, আব্দুল আলীম, রুবেল আলী, সুজন মাহমুদ, সাইদুর রহমান পিন্টু, রুবেল আহমেদ, নোমান হোসেন করণী, টুটুল দেব, সুশান্ত কপালী, উজ্জল আহমেদ, আলমগীর আহমেদ, কিবরিয়া, জুনেদ আহমেদ, রুজেল আহমেদ, কামরুল হাসান, ফরহাদ আলম প্রমুখ।
থানায় অভিযোগকারী ইমরান আহমদ বলেন, শিক্ষক রোমান আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগকে নিয়ে নোংরা ও কূরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাই বাধ্য হয়ে অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে অভিযুক্ত সৈয়দ রোমান আলীর সাথে কথা বলতে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনু মিয়া বলেন, রোমান আলীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তাকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না সে মর্মে আগামী ৩দিনের মধ্যে কারণ দর্শানো জন্য নোটিশ দেওয়া হয়েছে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সৈয়দ রোমান আলীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে
Subscribe to:
Post Comments (Atom)
জকিগঞ্জ অনলাইন নিউজ
ভয়ংকর নারী প্রতারক জাহেদা আক্তার পপি আটক
স্টাফ রিপোর্টারঃ জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের বাদেজমা গ্রাম থেকে স্থানীয়রা এক ভয়ংকর নারী প্রতারককে আটক করে মঙ্গলবার পুলিশের কাছে সোপর্দ ক...

-
পটুয়াখালী জেলা সংবাদদাতা : পটুয়াখালীর জেলার কলাপাড়ায় প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় নবম শ্রেনী ছাত্রী তুলিকে (১৫) ছুড়িকাঘাতে আহত করা হয়ে...
-
স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ১৪ জন মারা গেছেন।শনিবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিক...
-
স্টাফ রিপোর্টার:: বিগত বছরের ন্যায় জকিগঞ্জের কৃতি-সন্তান,বৃটিশ বাংলাদেশী শিল্পপতি এম.জাকির হুসেইন-এর সার্বিক সহযোগিতায় জকিগঞ্জ উপজেলা ব্যা...
No comments:
Post a Comment