Monday, 3 September 2018

শিক্ষার্থীদেরকে উস্কানি দেয়ার অভিযোগ জকিগঞ্জে বিএনপি নেতা কারাগারে


জকিগঞ্জ অনলাইন নিউজ:: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুশ শাকুরকে আটক করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল তার নিজ বাসা থেকে আটক করে।
সোমবার পুলিশ তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, জকিগঞ্জে শিক্ষার্থীদের উস্কানি দেয়ার কারণে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে জকিগঞ্জ পৌরসভা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর রিপন আহমদ এ মামলাকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন মামলা উল্লেখ করে বিএনপি নেতা শাকুরের দ্রুত মুক্তির দাবী জানিয়েছেন।

No comments:

Post a Comment

জকিগঞ্জ অনলাইন নিউজ

ভয়ংকর নারী প্রতারক জাহেদা আক্তার পপি আটক

স্টাফ রিপোর্টারঃ   জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের বাদেজমা গ্রাম থেকে স্থানীয়রা এক ভয়ংকর নারী প্রতারককে আটক করে মঙ্গলবার পুলিশের কাছে সোপর্দ ক...