Wednesday, 8 August 2018

জকিগঞ্জে ১৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

স্টাফ রিপোর্টারঃ জকিগঞ্জ থেকে ১৮ হাজার ৩৬৫ পিস ইয়াবাসহ মো. শামীম আহম্মেদ (৩২), নামের শীর্ষ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার (০৮ আগস্ট) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে জকিগঞ্জ থানাধীন মাছুম বাজার থেকে তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী স্থানীয় মাদারখাল গ্রামের আব্দুল করিমের ছেলে।
এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ আরো ২ লক্ষ ৫০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৯১ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা।
এদিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তারা হলো- জকিগঞ্জের মাদারখাল গ্রামের মৃত মদ্রিছ আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫) সিলেট নগরীর গোটাটিকর এলাকার মৃত মছদর আলীর ছেলে পারবান হোসেন (৩২)।
পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন- আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঙ্ঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক বিক্রয় লব্ধ টাকাসহ আটককৃত ব্যক্তিকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment

জকিগঞ্জ অনলাইন নিউজ

ভয়ংকর নারী প্রতারক জাহেদা আক্তার পপি আটক

স্টাফ রিপোর্টারঃ   জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের বাদেজমা গ্রাম থেকে স্থানীয়রা এক ভয়ংকর নারী প্রতারককে আটক করে মঙ্গলবার পুলিশের কাছে সোপর্দ ক...