Tuesday, 14 August 2018

জকিগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন হয়রানী, প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টারঃ জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর করে স্থানীয় সীমেরবন্দ গ্রামের ময়নুল ইসলামের পুত্র আক্তার আহমদ। প্রতিবাদে বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ২টা পর্যন্ত জকিগঞ্জ সিলেট সড়ক অবরোধ করে বিদ্যালয়ের কয়েক শ ছাত্র। এ সময় সড়কের দু'পাশে বাস মিনিবাস, ট্রাক, লেগুনা, সিএনজি অটোরিকসা সহ শতাধিক গাড়ি আটকে পড়ায় দীর্ঘ যানজটের সৃস্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম ও সিনিয়র শিক্ষক কামরুজ্জামান জানান গতকাল বিদ্যালয় ছুটির পর বাড়ি যাওয়ার পথে মেয়েটিকে যৌন হয়রানী করে বখাটে আক্তার। ঐ অভিযুক্তকে নিয়ে আজ বিদ্যালয়ে নিয়ে আসার কথা ছিলো। কিন্তু সে না আসায় বিক্ষুব্ধ হয়ে পড়েন শিক্ষার্থীরা। পু্লিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তকে আসামী দিয়ে মামলা দায়ের করেছে। জানতে চাইলে অ্যাডিশনাল এসপি মোস্তাক সরকার বলেন ঘটনার সাথে সাথে আমাদের অবহিত করা উচিত ছিলো। এর পরও সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযুক্তকে ধরতে পুলিশ চেস্টা করছে বলে তিনি জানান।

No comments:

Post a Comment

জকিগঞ্জ অনলাইন নিউজ

ভয়ংকর নারী প্রতারক জাহেদা আক্তার পপি আটক

স্টাফ রিপোর্টারঃ   জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের বাদেজমা গ্রাম থেকে স্থানীয়রা এক ভয়ংকর নারী প্রতারককে আটক করে মঙ্গলবার পুলিশের কাছে সোপর্দ ক...