Saturday, 28 July 2018

নাজাত ফাউন্ডেশনে'র পরিচালক সভা সম্পন্ন।

স্টাফ রিপোর্টারঃ মানবতার পাশে নাজাতের আশে এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত সংগঠন নাজাত ফাউন্ডেশন, সিলেট, বাংলাদেশ'র পরিচালক সভা গত ২৭ জুলাই ২০১৮ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধা ০৭ ঘটিকায় ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্টাতা চেয়ারম্যান ওমান প্রবাসী মোঃ কামাল আহমদের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ইউএই প্রবাসী জনাব কাওছার আহমদের সঞ্চালনায় অনলাইনে ওডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন হয়। 

উক্ত অনলাইন সভায় বক্তব্য রাখেন নাজাত ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্টাতা ও প্রচার- প্রকাশনা সম্পাদক দক্ষিন কোরিয়া প্রবাসী ছাইদুর রহমান, ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্টাতা অর্থ সম্পাদক ওমান প্রবাসী হাফিজুল ইসলাম দুলু, ফাউন্ডেশনের অন্যতম পরিচালক তুর্কি প্রবাসী আমিনুল ইসলাম, ফান্ডেশনের পরিচালক মালেশিয়া প্রবাসী হাঃ বেলাল আহমদ, অন্যতম পরিচালক কাতার প্রবাসী আখলাক আহমদ,অন্যতম পরিচালক বেলজিয়াম প্রবাসী মারুফ আহমদ( মাহিন)প্রমুখ।

সভায় পরিচালকদের  মতামতের ভিত্তিতে বিভিন্ন সিদ্বান্ত গ্রহন করা হয়।
পরিশেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কামাল আহমদের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে  সভার সমাপ্তি হয়।


--- বিজ্ঞপ্তি--

No comments:

Post a Comment

জকিগঞ্জ অনলাইন নিউজ

ভয়ংকর নারী প্রতারক জাহেদা আক্তার পপি আটক

স্টাফ রিপোর্টারঃ   জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের বাদেজমা গ্রাম থেকে স্থানীয়রা এক ভয়ংকর নারী প্রতারককে আটক করে মঙ্গলবার পুলিশের কাছে সোপর্দ ক...